প্রফেশনাল ব্র্যান্ডেড ISP ওয়েবসাইট তৈরী এবং SEO এর মাধ্যমে বিজনেসের গ্রোথ নিয়ে আসুন অর্গানিক ভাবে। ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু হোক এখান থেকেই।

ওয়েবসাইট শুধু দেখতেই সুন্দর হলে হবে না পাশাপাশি কাস্টমার কি সহজে ব্যবহার করতে পারতেছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে।

কাস্টমার কে একটা জার্নি এর মধ্য দিয়ে নিতে হবে। স্টোরিটেলিং প্রসেস ফলো করলে কাস্টমার নিজে থেকেই সোল্ড হয়ে যায় আপনাকে আর ডেসপারেটলি নেওয়ার জন্য অফার করতে হয় না। আমাদের রেকোমেন্ডেশন থাকবে এভাবে করার। কিন্তু ডিসিশন আপনার ওপরে। আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে।

কমপ্লেইন এবং টিকিটিং সিস্টেম থাকবে , AI লাইভ চ্যাট থাকবে যেটা ২৪/৭ সেলস পারসন হিসেবে কাজ করবে। এছাড়া আপনি নিজের মতো করে কাস্টমাইজ সাপোর্ট সিস্টেম যুক্ত করতে পারবেন।

লাইভ স্পিড টেস্ট , কাস্টম প্রাইসিং প্ল্যান বিল্ডার অপশন, নিউ কানেকশন ফর্ম থেকে শুরু করে আপনার বিজনেস কে ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটে।





আমরা UX focused বিউটিফুল ওয়েবসাইট এর UI ডিসাইন করি। আমাদের কাজ হবে আপনার বিজনেসের রিকোয়ার্মেন্টস অনুযায়ী অটোমেটেড ক্লায়েন্ট জেনারেটিং ওয়েবসাইট তৈরী করা।

আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যার কারণে আপনার নিজের হোস্টিং কিনতে হবে আমরাই প্রোভাইড করবো ওয়েবসাইট architecture অনুযায়ী।

ওয়েবসাইট হবে সুপারফাস্ট এবং হাইলি সিকিউরড।

Active SEO, AI SEO করবো আমরা যেন গুগলে ফার্স্ট পেজ এ rank করে। আপনার কাস্টমার যেন সহজেই খুঁজে পায় এবং কম্পেটিটরস থেকে আপনি এগিয়ে থাকেন। এছাড়া আপনার যেন পেইড মার্কেটিং এ খরচ কম করতে হয়। এই ওয়েবসাইট আপনার কোম্পানি কে ব্র্যান্ড হিসেবে অনলাইন এ প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।

আমাদের লাইফটাইম সাপোর্ট থাকবে। আমরা আপনার ওয়েবসাইট তৈরী করে জাস্ট ছেড়ে দিবো না আমরা এক্টিভলি মেইনটেন্যান্স করবো। প্রয়োজন হলে ডিসাইন আপডেট করবো , সিকিউরিটি আপডেট করবো, সফটওয়্যার কোড আপডেট করবো। মানে আপনার একটা টীম অলওয়েজ আপনার ওয়েবসাইট স্মুথ রাখার বিষয়ে কাজ করতেছে এরকম হবে। আমরা এমন ও পাইছি আমাদের একজন ক্লায়েন্ট আগে ওয়েবসাইট বানাই নিছিলো একজনের কাছে থেকে কিন্তু পরে যখন সমস্যা হৈছে তখন কোনো ধরণের সাপোর্ট তো দূরের কথা রেসপন্স ও পাইনাই। তাহলে হইলো কিছু, ওয়েবসাইট হলো আপনার বিজনেস এর গ্রোথ এর জন্য একটা মোস্ট ইম্পরট্যান্ট চ্যানেল। এখন যদি আমার ওয়েবসাইট কাজেই না আসে তাহলে সেই নাম মাত্র ওয়েবসাইট থেকেই কি লাভ।

যেহেতু আমরা আপনার একটিভ টীম হিসেবে কাজ করবো সে জন্য বর্তমান এবং ভবিষ্যতে যত টেকনোলোজি চেঞ্জ আসুক না কেন আপনার ওয়েবসাইট ব্যাকডেটেড হয়ে যাবে না। আমরা অলওয়েজ যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করবো। এখন যেমন AI ফার্স্ট সব কিছু হচ্ছে। আপনার বিজনেসের প্রয়োজন অনুযায়ী সব যা যা প্রয়োজনীয় লাগবে এবং আপনি চান সব থাকবে।

আমাদের ফোকাস শুধু ওয়েবসাইট তৈরী করা না। বরং as a growth partner হিসেবে বিজনেস কে গ্রও করতে হেল্প করা।